প্রযুক্তি ব্যবহারে দেশে কৃষি উৎপাদন বেড়েছে: পলক

৫ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৮  
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এআই, আইওটি, রোবোট্রিক্স ও বিগডাটার মত প্রযুক্তির ব্যবহার করছি কৃষিক্ষেত্রে। প্রযুক্তির ব্যবহার করে শস্য ও মৎস্য বহুগুণ বৃদ্ধি সম্ভব হয়েছে দেশে। বর্তমানে এই সকল বিষয়ে আমাদের প্রয়োজন গবেষণা ও উদ্ভাবন এমনটাই বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (৫ ডিসেম্বর) অনলাইনে আয়োজিত ‌‘সেমিনার অন কোভিড-১৯ রেসিলিয়েন্স: রোল অফ এগ্রিকালচার-প্রেসেন্ট এন্ড ফিউচার’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা নতুন নতুন উদ্ভাবন দিয়ে আমাদের দেশের যে প্রয়োজন বর্তমান ও ভবিষ্যতের চাহিদা সেটা যেন আমাদের দেশের উদ্ভাবন ও গবেষণা থেকেই আবিষ্কার করতে পারি সে লক্ষ্য কাজ করা হচ্ছে। এই অর্থ বছরে উদ্যোক্তাদের ১০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কৃষি নির্ভর কোন স্টার্টআপে ছাত্র বা শিক্ষক কোন পণ্যের জন্য ফাইনালশিয়াল সাপোর্ট বা মেনন্টরির চান সেটাও আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে দিতে পারি। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ লুৎফুল হাসান।